০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ আখ্যা ও বিচারের দাবিতে এনসিপি-হেফাজতের অভিন্ন সুর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (আজ) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের আগ্রহে আয়োজিত এই বৈঠকে উভয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় উভয় পক্ষ আওয়ামী লীগকে ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করে দল হিসেবে বিচার দাবি করার বিষয়ে একমত হয়েছে। এছাড়া, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার দাবিতেও তারা অভিন্ন অবস্থান ব্যক্ত করে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন, তবে তিনি জানান যে নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা বৈঠকে স্থান পায়নি।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে আলোচনায় দলটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অন্যদিকে, এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আলেম-ওলামা ও বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে সেগুলো প্রত্যাহারের জন্য সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

এর পাশাপাশি, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম ও খুনের বিচার ও সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে ঢাকায় অনুষ্ঠেয় হেফাজতে ইসলামের মহাসমাবেশের বিষয়টিও আলোচনায় আসে। উভয় পক্ষ সংস্কার সংক্রান্ত নিজ নিজ প্রস্তাবনা নিয়েও কথা বলেছে।

উল্লেখ্য, এনসিপির সাথে বৈঠকের পূর্বে হেফাজতে ইসলাম বিএনপির সাথেও আলোচনায় বসেছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ আখ্যা ও বিচারের দাবিতে এনসিপি-হেফাজতের অভিন্ন সুর

আপডেট সময় ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (আজ) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের আগ্রহে আয়োজিত এই বৈঠকে উভয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় উভয় পক্ষ আওয়ামী লীগকে ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করে দল হিসেবে বিচার দাবি করার বিষয়ে একমত হয়েছে। এছাড়া, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার দাবিতেও তারা অভিন্ন অবস্থান ব্যক্ত করে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন, তবে তিনি জানান যে নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা বৈঠকে স্থান পায়নি।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে আলোচনায় দলটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অন্যদিকে, এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আলেম-ওলামা ও বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে সেগুলো প্রত্যাহারের জন্য সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

এর পাশাপাশি, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম ও খুনের বিচার ও সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে ঢাকায় অনুষ্ঠেয় হেফাজতে ইসলামের মহাসমাবেশের বিষয়টিও আলোচনায় আসে। উভয় পক্ষ সংস্কার সংক্রান্ত নিজ নিজ প্রস্তাবনা নিয়েও কথা বলেছে।

উল্লেখ্য, এনসিপির সাথে বৈঠকের পূর্বে হেফাজতে ইসলাম বিএনপির সাথেও আলোচনায় বসেছিল।