হানিফ ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

- আপডেট সময় ০৫:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৪৫) এক নরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে এক নারীর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দ্রুতগামী একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক যানটি শনাক্তের চেষ্টা করছি। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরনে ছিল কালো একটি সোয়েটার ও একটি পায়জামা।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।