শতবর্ষের বিশ্বকাপে নতুন চমক: ৬৪ দলের প্রস্তাব!

- আপডেট সময় ০৬:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
২০৩০ সালে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপনকে আরও বিশেষ করে তুলতে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা (কনমেবল) একটি যুগান্তকারী প্রস্তাব দিয়েছে। সংস্থাটি ২০৩০ সালের বিশ্বকাপকে ৬৪ দলের বিশাল টুর্নামেন্টে উন্নীত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে।
২০৩০ সাল হবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৪তম আসর এবং এই টুর্নামেন্টটি বিশ্ব ফুটবলের ১০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে। ফিফা এই বিশেষ আসরটিকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যেই কিছু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সাল থেকে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আসছে এবং সেই আসরেই প্রথমবার ৪৮টি দল অংশগ্রহণ করবে।
২০৩০ সালের বিশ্বকাপটি আরও বিশেষভাবে তিনটি মহাদেশের মোট ৬টি দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকায়, যেখানে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।
আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই তিনটি দেশ যৌথভাবে উদ্বোধনী পর্বের আয়োজন করবে। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কোতে অনুষ্ঠিত হবে।
তবে, কনমেবলের নতুন প্রস্তাব যদি গৃহীত হয়, তবে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কনমেবলের এক গুরুত্বপূর্ণ সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়।
সভায় ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ এই প্রস্তাবের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, দল সংখ্যা বৃদ্ধি করার ফলে বিশ্বের সকল দেশ বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণের সুযোগ পাবে এবং কেউই এই বিশ্ব উৎসব থেকে বঞ্চিত হবে না। তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি এই শতবর্ষের উদযাপন হবে অনন্য, কারণ শত বছর জীবনে একবারই আসে।”
এই প্রস্তাবটি প্রথম উত্থাপন করেছিলেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো, ফিফা কাউন্সিলের মার্চ মাসের এক সভায়। এবার মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাও একই প্রস্তাবের সমর্থন জানালো।
যদি এই প্রস্তাবটি ফিফা কর্তৃক অনুমোদিত হয়, তবে ২০৩০ সালের বিশ্বকাপে মোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অনুষ্ঠিত ৬৪ ম্যাচের ফরম্যাটের তুলনায় দ্বিগুণ।
তবে, এই প্রস্তাবের কিছু সমালোচকও রয়েছেন। তাদের মতে, এত বেশি সংখ্যক দল অংশগ্রহণের সুযোগ পেলে বাছাইপর্বের খেলার মান কমে যেতে পারে।
ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)-র সভাপতি আলেকসান্ডার চেফেরিন এই প্রস্তাবটিকে ‘বাজে ধারণা’ বলে অভিহিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রস্তাবটি তার জন্য অপ্রত্যাশিত ছিল এবং তিনি মনে করেন এটি একটি ভুল পদক্ষেপ।
বর্তমানে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করে। ২০২৬ সাল থেকে এই সংখ্যা বেড়ে ৪৮ হবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। কনমেবলের এই নতুন প্রস্তাব যদি কার্যকর হয়, তবে ২০৩০ সালের বিশ্বকাপ সত্যিই এক বিশাল ও ব্যতিক্রমী আসর হতে চলেছে, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করবে।