০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। এতে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বিকেল তিনটার দিকে মূল স্টেজে ওঠেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ ও হাসনাত আব্দুল্লাহ।

মূল স্টেজে ওঠতে গিয়ে ভিড়ে তাদের নাস্তানাবুদ অবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজ শেষে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিলে অংশ নেন তারা।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মাঠে উপস্থিত হয়েছে কয়েক লাখ মানুষ।

এদিকে, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।

মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, মার্চ ফর গাজা। দুপুর তিনটা থেকে বিকেল চারটা। পুরো বাংলাদেশ রাস্তায় নেমে আসুন, সংহতি জানান। ঢাকাবাসী রাস্তার মেহমানদের পানি খাওয়ান। ছবি নিন, ভিডিও করুন, নিজ আইডিতে পোস্ট দিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে

আপডেট সময় ০৪:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। এতে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বিকেল তিনটার দিকে মূল স্টেজে ওঠেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ ও হাসনাত আব্দুল্লাহ।

মূল স্টেজে ওঠতে গিয়ে ভিড়ে তাদের নাস্তানাবুদ অবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজ শেষে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিলে অংশ নেন তারা।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মাঠে উপস্থিত হয়েছে কয়েক লাখ মানুষ।

এদিকে, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।

মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, মার্চ ফর গাজা। দুপুর তিনটা থেকে বিকেল চারটা। পুরো বাংলাদেশ রাস্তায় নেমে আসুন, সংহতি জানান। ঢাকাবাসী রাস্তার মেহমানদের পানি খাওয়ান। ছবি নিন, ভিডিও করুন, নিজ আইডিতে পোস্ট দিন।