পহেলা বৈশাখে ঢাকার যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ

- আপডেট সময় ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পহেলা বৈশাখের উৎসব উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
আগামী ১৪ এপ্রিল রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বিঘ্নে উৎসব আয়োজনের জন্য ১৩টি পয়েন্টে রাস্তা বন্ধ ও ডাইভারশন দেওয়া হবে।
যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ এপ্রিল সকাল ৫টা থেকে নিম্নলিখিত ক্রসিং ও এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকবে:
– বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ
– পুলিশ ভবন ক্রসিং
– সুগন্ধা ক্রসিং
– কাকরাইল চার্চ ক্রসিং
– কদমফোয়ারা ক্রসিং
– হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)
– দোয়েল চত্বর ক্রসিং
– রমনা ক্রসিং
– ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
– জগন্নাথ হল ক্রসিং
– ভাস্কর্য ক্রসিং
– নীলক্ষেত ক্রসিং
– কাঁটাবন ক্রসিং
বিকল্প রুট ও যানবাহন চলাচলের নির্দেশনা
যানজট এড়াতে ডিএমপি বিকল্প রুট নির্ধারণ করেছে:
– মিরপুর/ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন: বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার হয়ে যেতে হবে।
– গোলাপশাহ মাজার/হাইকোর্ট থেকে শাহবাগগামী যানবাহন:** কদমফোয়ারা → ইউবিএল → নাইটিংগেল ক্রসিং হয়ে যেতে হবে।
– সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহন:** মিরপুর রোড → আজিমপুর → চানখাঁরপুল → বকশীবাজার হয়ে যেতে হবে।
গাড়ি পার্কিংয়ের স্থান
– নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত
– মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন)
– শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন)
– কাঁটাবন → নীলক্ষেত → পলাশী ক্রসিং পর্যন্ত
– দোয়েল চত্বর → শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত
– আব্দুল গনি রোড
পুলিশের পক্ষ থেকে সবাইকে যানজট এড়াতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার ও নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।