পহেলা বৈশাখ উদযাপনে কঠোর নিরাপত্তায় র্যাব

- আপডেট সময় ০২:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
আগামীকাল পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার মূল বিষয়গুলো:
টহল ও নজরদারি: সারাদেশে ৩৪৬টি টহল (২২৪ পিকআপ, ১২২ মোটরসাইকেল) ও ২,৪৪৯ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
গোয়েন্দা তৎপরতা: উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বোম্ব ডিসপোজাল ও কুকুর স্কোয়াড: অনুষ্ঠানস্থলে আগে থেকে সুইপিং ও সার্বক্ষণিক বোম্ব ডিটেকশন ব্যবস্থা চালু রাখা হবে।
সাইবার নিরাপত্তা: গুজব ও উস্কানিমূলক কন্টেন্ট রোধে র্যাবের সাইবার টিম অনলাইন মনিটরিং করছে।
নারী নিরাপত্তা: ইভটিজিং ও যৌন হয়রানি রোধে মোবাইল কোর্ট ও বিশেষ টিম কাজ করবে।
কমান্ডো প্রস্তুতি: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডোরা প্রস্তুত রয়েছে।
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এখন পর্যন্ত কোনো নাশকতার ইঙ্গিত না মিললেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। র্যাবের কন্ট্রোল রুম থেকে সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
র্যাবের পক্ষ থেকে জনগণকে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে নিকটস্থ র্যাব সদস্য বা হটলাইন নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।