শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল ১০ টাকা

- আপডেট সময় ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, নতুন শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যমান শিল্পে অতিরিক্ত গ্যাস ব্যবহারকারীদের জন্য বয়লারে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১০ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দর:
– শিল্পের বয়লারে গ্যাসের দাম বেড়ে হবে ঘনমিটার প্রতি ৪০ টাকা (পূর্বে ৩০ টাকা)
– ক্যাপটিভ ব্যবহারকারীদের দাম বেড়ে হবে ৪২ টাকা (পূর্বে ৩১.৭৫ টাকা)
বিইআরসি চেয়ারম্যান মো. জালাল আহমেদ জানান, নতুন এই দর চলতি মাসের (এপ্রিল) বিল থেকেই কার্যকর হবে। তবে বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বরাদ্দকৃত গ্যাস আগের দরেই পাবে।
যারা ক্ষতিগ্রস্ত হবে :
– নতুন শিল্প প্রতিষ্ঠান
– অনুমোদিত সীমার চেয়ে বেশি গ্যাস ব্যবহারকারী শিল্প প্রতিষ্ঠান
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মো. মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও মো. শাহীদ সারোয়ার। পেট্রোবাংলা নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করলেও কমিশন তা কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করে।