১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হলো ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৬:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনরায় যুক্ত করা হয়েছে। গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশি পাসপোর্টে পূর্বেকার মতো ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনর্বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বে বাংলাদেশের পাসপোর্টগুলোতে স্পষ্ট করে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’।
তবে, ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নতুন ই-পাসপোর্ট চালু করার সময় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সেই পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি বাদ দিয়েছিল। এখন সেই সিদ্ধান্তটি আবার পরিবর্তন করা হলো।
ট্যাগস :