১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
বিনিয়োগ সম্মেলনে ৩,১০০ কোটি টাকার প্রস্তাব: বিডা চেয়ারম্যান

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার একশ’ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ রবিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বিডা চেয়ারম্যান আরও জানান, আরও অনেক বিনিয়োগ প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে। তবে, সম্মেলনে অংশগ্রহণকারী পার্টনাররা প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করেছেন। সব মিলিয়ে এই সম্মেলনের মোট ব্যয় প্রায় ৫ কোটি টাকা।
এছাড়াও, বিডার চেয়ারম্যান জানান যে দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
ট্যাগস :