০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

এমবাপ্পের লাল কার্ডেও থামেনি রিয়ালের জয়যাত্রা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচ এখন জীবন-মরণের। রোববার রাতে আলাভেসের বিপক্ষে এমনই এক নাটকীয় ম্যাচে মাঠে নামে রিয়াল। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।

পরে আলাভেসের মানু সানচেজও লাল কার্ড পেলে দুই দলের খেলোয়াড় সংখ্যায় সমতা ফেরে। তবে উত্থান-পতনে ভরা এই রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার একমাত্র গোলই জয়ের পার্থক্য গড়ে দেয়।

এই জয়ে ৩১ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬৬, তারা রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার সমান ম্যাচে পয়েন্ট ৭০। দুই দলেরই বাকি রয়েছে ৭টি ম্যাচ। লিগের শেষ পর্বে রোমাঞ্চ তুঙ্গে উঠবে, তা এখনই স্পষ্ট।

ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ৯ মিনিটে আরদা গুলের গোলের সুযোগ হাতছাড়া করেন। ২০ মিনিটে রাউল আসেনসিওর গোল ফাউলের কারণে বাতিল হয়। তবে ৩৪ মিনিটে কামাভিঙ্গা দুর্দান্ত শটে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন।

নাটক চরমে ওঠে ৩৮ মিনিটে। এমবাপ্পে আলাভেসের আন্তনিও ব্লাঙ্কোকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআর রিভিউয়ের পর তাকে লাল কার্ড দেওয়া হয়। ফলে ১০ জনে পরিণত হয় রিয়াল। তবু তারা এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর একজন কম নিয়েও রিয়াল আক্রমণ অব্যাহত রাখে। আলাভেস চেষ্টা করে তাদের দুর্বলতার সুযোগ নিতে। কিন্তু ৭০ মিনিটে আলাভেসের সানচেজ বদলি খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড পান। এতে দুই দলের খেলোয়াড় সংখ্যায় সমতা ফেরে।

শেষ পর্যন্ত আলাভেস ম্যাচে ফিরতে পারেনি। রিয়াল কিছু সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের লাল কার্ডেও থামেনি রিয়ালের জয়যাত্রা

আপডেট সময় ১১:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচ এখন জীবন-মরণের। রোববার রাতে আলাভেসের বিপক্ষে এমনই এক নাটকীয় ম্যাচে মাঠে নামে রিয়াল। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।

পরে আলাভেসের মানু সানচেজও লাল কার্ড পেলে দুই দলের খেলোয়াড় সংখ্যায় সমতা ফেরে। তবে উত্থান-পতনে ভরা এই রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার একমাত্র গোলই জয়ের পার্থক্য গড়ে দেয়।

এই জয়ে ৩১ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬৬, তারা রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার সমান ম্যাচে পয়েন্ট ৭০। দুই দলেরই বাকি রয়েছে ৭টি ম্যাচ। লিগের শেষ পর্বে রোমাঞ্চ তুঙ্গে উঠবে, তা এখনই স্পষ্ট।

ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ৯ মিনিটে আরদা গুলের গোলের সুযোগ হাতছাড়া করেন। ২০ মিনিটে রাউল আসেনসিওর গোল ফাউলের কারণে বাতিল হয়। তবে ৩৪ মিনিটে কামাভিঙ্গা দুর্দান্ত শটে রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন।

নাটক চরমে ওঠে ৩৮ মিনিটে। এমবাপ্পে আলাভেসের আন্তনিও ব্লাঙ্কোকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআর রিভিউয়ের পর তাকে লাল কার্ড দেওয়া হয়। ফলে ১০ জনে পরিণত হয় রিয়াল। তবু তারা এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর একজন কম নিয়েও রিয়াল আক্রমণ অব্যাহত রাখে। আলাভেস চেষ্টা করে তাদের দুর্বলতার সুযোগ নিতে। কিন্তু ৭০ মিনিটে আলাভেসের সানচেজ বদলি খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড পান। এতে দুই দলের খেলোয়াড় সংখ্যায় সমতা ফেরে।

শেষ পর্যন্ত আলাভেস ম্যাচে ফিরতে পারেনি। রিয়াল কিছু সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারত।