০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় ১৪ ঘণ্টা পর সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন রোডে চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ রাত চারটার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত চারটা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পাড় হয়ে ঢাকায় প্রবেশ করে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। বিকেলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১২:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় ১৪ ঘণ্টা পর সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন রোডে চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ রাত চারটার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত চারটা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পাড় হয়ে ঢাকায় প্রবেশ করে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। বিকেলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে।