সপরিবার সালমান খানকে হত্যার ছক! দুষ্কৃতীদের নজরে তাঁর বাড়ি, প্রাণে বাঁচতে কী করছেন ভাইজান?

- আপডেট সময় ০১:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সালমান খানকে মুম্বই ছাড়তে দেখা গিয়েছে। তাঁর দেহরক্ষী শেরাকেও বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। চিত্রগ্রাহীরা সেদিন ভাইজানের ধারেকাছেও ঘেঁষতে পারেননি।
সোমবারের খবর অনুযায়ী, এই অভিনেতার জীবন সংশয়ের মুখে। এই দিন মুম্বইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ওই বার্তায় লেখা ছিল, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, হুমকি বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, একাধিক আততায়ী সালমান খানের বাড়িতে প্রবেশ করে তাঁর বাড়ি এবং গাড়ি বোমা মেরে উড়িয়ে দেবে। প্রশাসন জানিয়েছে, এই হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, পুলিশ ইতিমধ্যেই হুমকি বার্তার উৎস সন্ধান করতে শুরু করেছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য তদন্ত চলছে।