ইউরোপ যাওয়ার পথে ভারতে ধরা পড়লেন ৭ বাংলাদেশি

- আপডেট সময় ০১:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ফেনীর পরশুরাম সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় আটক হয়েছেন সাতজন বাংলাদেশি নাগরিক। ভারতের পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে এখনও এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে কোনো দাপ্তরিক বার্তা দেয়নি।
রোববার (১৩ এপ্রিল) রাতে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তপথে ভারতে প্রবেশের খবরটি তারা নিজেদের গোয়েন্দা সূত্রে জেনেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুর, নওগাঁ, ফেনী, নরসিংদী, চাঁদপুর ও ছাগলনাইয়া এলাকার বাসিন্দা সাত যুবক, যাদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।
সূত্র জানায়, ইউরোপের বুলগেরিয়ায় পাড়ি জমানোর লক্ষ্যে ওই সাতজন ভিসা সংক্রান্ত কাজের জন্য ভারতের রাজধানী দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে তারা ফেনীর বাসপদুয়া সীমান্ত পেরিয়ে ভারতের আমজাদনগরে পৌঁছান। তবে সেখানে বৈধ ভিসা বা কাগজপত্র না থাকায় দিল্লি যাওয়ার পথে পীরাগড়ি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ভারতের বিলোনিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় একটি দালাল চক্র দিল্লি পৌঁছানোর ব্যবস্থা করার কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয়। কিন্তু পথে কোনো বৈধ কাগজ না থাকায় ভারতীয় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তারা।
বিজিবি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, “আমরা ভারতীয় পুলিশের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। চিঠি পেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি আবারও সীমান্তপথে মানব পাচার ও অবৈধ অভিবাসন নিয়ে চলমান দালালচক্রের সক্রিয়তার দিকেই ইঙ্গিত করে, যেখানে নানা প্রলোভনে পড়ে অনেক তরুণ বিপদজনক পথে পাড়ি দেওয়ার চেষ্টা করেন।