০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ডাকসু নির্বাচনের সূচনা সংকেত, মে মাসে গঠিত হবে নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে পথনকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রকাশিত এই রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের মাঝামাঝিতে গঠিত হবে ডাকসু নির্বাচন কমিশন। এরপর ধাপে ধাপে এগোবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয়, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে এ নির্বাচন নিয়ে আগ্রহও রয়েছে। তাই একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

পথনকশা অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হয়। এরপর গঠনতন্ত্র সংশোধন ও তা ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো, ‘ইলেকশন কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি’ গঠনসহ নানা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র এবং নির্বাচনী আচরণবিধি এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায়।

আগামী মে মাসের প্রথম ভাগে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি প্রধান ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।

তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে কিংবা তফসিল কবে ঘোষণা করা হবে—পথনকশায় সে সম্পর্কে কোনো নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন আয়োজনকে ঘিরে প্রস্তুতির প্রতিটি ধাপ নিয়মতান্ত্রিকভাবে এবং সর্বোচ্চ স্বচ্ছতায় সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচনের সূচনা সংকেত, মে মাসে গঠিত হবে নির্বাচন কমিশন

আপডেট সময় ০১:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে পথনকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রকাশিত এই রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের মাঝামাঝিতে গঠিত হবে ডাকসু নির্বাচন কমিশন। এরপর ধাপে ধাপে এগোবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয়, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে এ নির্বাচন নিয়ে আগ্রহও রয়েছে। তাই একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

পথনকশা অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হয়। এরপর গঠনতন্ত্র সংশোধন ও তা ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো, ‘ইলেকশন কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি’ গঠনসহ নানা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র এবং নির্বাচনী আচরণবিধি এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায়।

আগামী মে মাসের প্রথম ভাগে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি প্রধান ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।

তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে কিংবা তফসিল কবে ঘোষণা করা হবে—পথনকশায় সে সম্পর্কে কোনো নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন আয়োজনকে ঘিরে প্রস্তুতির প্রতিটি ধাপ নিয়মতান্ত্রিকভাবে এবং সর্বোচ্চ স্বচ্ছতায় সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।