০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

জয়পুরহাটে ছাত্রদল নেতার উপর গুলি, জনতা ধরে ফেলল এক দুর্বৃত্তকে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি শহরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেনকে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। ভাগ্য ভালো, শামীম বেঁচে গেছেন। তবে ঘটনাস্থলেই স্থানীয় লোকজন এক দুর্বৃত্তকে ধরে ফেলেছে। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ১০টার দিকে। পাঁচবিবি পৌর সুপার মার্কেটের সামনে শামীম হোসেন ও তার কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এমন সময় দুটি বাইকে করে ছয়জন সশস্ত্র লোক সেখানে আসে। তারা শামীমকে চিনিয়ে দিয়েই গুলি ছোড়ে। শামীম প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়েন। গুলি লাগেনি কারও গায়ে।

ঘটনার পর স্থানীয় যুবকরা দুর্বৃত্তদের পিছু ধাওয়া করে। এ সময় কোয়েল মোল্লা নামের এক ব্যক্তিকে তারা আটক করে। তাকে মারধর করা হলে সে জ্ঞান হারায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাকি পাঁচজন পালিয়ে যায়।

পুলিশ কোয়েলের কাছ থেকে একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি জব্দ করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া অন্যদের ধরতে অভিযান চলছে।

শামীম হোসেন এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার সহকর্মী হারুনুর রশিদ সজল বলেছেন, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। তারা আগে থেকেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

ঘটনার পর পাঁচবিবি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে ছাত্রদল নেতার উপর গুলি, জনতা ধরে ফেলল এক দুর্বৃত্তকে

আপডেট সময় ০২:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি শহরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেনকে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। ভাগ্য ভালো, শামীম বেঁচে গেছেন। তবে ঘটনাস্থলেই স্থানীয় লোকজন এক দুর্বৃত্তকে ধরে ফেলেছে। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ১০টার দিকে। পাঁচবিবি পৌর সুপার মার্কেটের সামনে শামীম হোসেন ও তার কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এমন সময় দুটি বাইকে করে ছয়জন সশস্ত্র লোক সেখানে আসে। তারা শামীমকে চিনিয়ে দিয়েই গুলি ছোড়ে। শামীম প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়েন। গুলি লাগেনি কারও গায়ে।

ঘটনার পর স্থানীয় যুবকরা দুর্বৃত্তদের পিছু ধাওয়া করে। এ সময় কোয়েল মোল্লা নামের এক ব্যক্তিকে তারা আটক করে। তাকে মারধর করা হলে সে জ্ঞান হারায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাকি পাঁচজন পালিয়ে যায়।

পুলিশ কোয়েলের কাছ থেকে একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি জব্দ করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া অন্যদের ধরতে অভিযান চলছে।

শামীম হোসেন এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার সহকর্মী হারুনুর রশিদ সজল বলেছেন, এটি একটি পরিকল্পিত হামলা ছিল। তারা আগে থেকেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

ঘটনার পর পাঁচবিবি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।