০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শাপলা গণহত্যার পক্ষে প্রচারণার অভিযোগে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

শাপলা চত্বর গণহত্যার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এই অভিযোগ দাখিল করেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযানে বেশ কিছু মানুষ নিহত হয়। এই ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে হেফাজত নেতারা দীর্ঘদিন ধরে বিচারের দাবি জানিয়ে আসছিলেন। এবার অভিযোগ উঠেছে, মোস্তফা কামাল ও তানভীর মোস্তফা ওই গণহত্যার পক্ষে প্রচারণা চালিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মোস্তফা কামাল ও তানভীর মোস্তফার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। এরপর থেকেই হেফাজত নেতারা বিচারের দাবি করে আসছিলেন। এবার এই মামলার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে সেই ঘটনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাপলা গণহত্যার পক্ষে প্রচারণার অভিযোগে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

শাপলা চত্বর গণহত্যার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এই অভিযোগ দাখিল করেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযানে বেশ কিছু মানুষ নিহত হয়। এই ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে হেফাজত নেতারা দীর্ঘদিন ধরে বিচারের দাবি জানিয়ে আসছিলেন। এবার অভিযোগ উঠেছে, মোস্তফা কামাল ও তানভীর মোস্তফা ওই গণহত্যার পক্ষে প্রচারণা চালিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মোস্তফা কামাল ও তানভীর মোস্তফার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। এরপর থেকেই হেফাজত নেতারা বিচারের দাবি করে আসছিলেন। এবার এই মামলার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে সেই ঘটনা।