টিপকাণ্ডে লতা সমাদ্দার ও শোবিজ ব্যক্তিত্বদের বিরুদ্ধে মানহানির মামলা

- আপডেট সময় ১১:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ২৮৩ বার পড়া হয়েছে
রাজধানীর ফার্মগেটে আলোচিত “টিপকাণ্ডের” ঘটনায় তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মলয় মালা এবং শোবিজ জগতের ১৬ জন ব্যক্তিত্বের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক।
বৃহস্পতিবার ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলাটি তদন্তের জন্য শেরেবাংলা নগর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, সাজু খাদেম, সায়মন সাদিক, চয়নিকা চৌধুরী প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে টিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের সময় অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে নাজমুল তারেকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে তার পেশাগত ও সামাজিক জীবনে ক্ষতি সাধন করেন। ওই ঘটনায় নাজমুল তারেক পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন এবং বর্তমানে তিনি আইনি লড়াইয়ে রত।
২০২২ সালের ২ এপ্রিল ফার্মগেটে একটি বাইক লতা সমাদ্দারের পায়ে লাগার পর পুলিশ ইউনিফর্মধারী এক ব্যক্তি তাকে “টিপ পরছোস কেন?” বলে কটূক্তি করেন— এমন অভিযোগ করে সামাজিকমাধ্যমে পোস্ট দেন লতা। পরবর্তীতে শোবিজ তারকাদের ব্যাপক প্রতিবাদের মুখে নাজমুল তারেককে বরখাস্ত করা হয়।