০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শেওড়াপাড়ায় ছিনতাই: চাপাতিসহ ১ জন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

মিরপুরের শেওড়াপাড়ায় বৃহস্পতিবার ভোররাতে এক গলির মুখে রিকশার দুই যাত্রীকে ভয় দেখিয়ে ছিনতাই করা হয়। এসময় এক যুবক চাপাতি দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেয়।

পুরো ঘটনা পাশের একটি বাড়ির সিসিটিভিতে রেকর্ড হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এই ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের পুবাইল এলাকা থেকে শাকিল নামে একজনকে গ্রেপ্তার করে। সে একটি ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকে একটি চাপাতি, আড়াই হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানার ওসি জানিয়েছেন, ছিনতাইয়ে আরও কেউ জড়িত আছে কিনা, তা খুঁজে বের করতে অভিযান চলছে। ছিনতাইয়ের শিকার তরুণ ও তরুণী চাচাতো ভাইবোন এবং তারা আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেওড়াপাড়ায় ছিনতাই: চাপাতিসহ ১ জন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় ০১:০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মিরপুরের শেওড়াপাড়ায় বৃহস্পতিবার ভোররাতে এক গলির মুখে রিকশার দুই যাত্রীকে ভয় দেখিয়ে ছিনতাই করা হয়। এসময় এক যুবক চাপাতি দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেয়।

পুরো ঘটনা পাশের একটি বাড়ির সিসিটিভিতে রেকর্ড হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এই ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের পুবাইল এলাকা থেকে শাকিল নামে একজনকে গ্রেপ্তার করে। সে একটি ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকে একটি চাপাতি, আড়াই হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানার ওসি জানিয়েছেন, ছিনতাইয়ে আরও কেউ জড়িত আছে কিনা, তা খুঁজে বের করতে অভিযান চলছে। ছিনতাইয়ের শিকার তরুণ ও তরুণী চাচাতো ভাইবোন এবং তারা আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন।