০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

অটোরিকশা দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৬ মাসের শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে পানির তোড়ে নিখোঁজ হয় শেরতাজ নামে এক শিশু। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহ দুই কিলোমিটার দূরের চাক্তাই খাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ছয় মাস বয়সী ওই শিশুর মরদেহ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। শেরতাজ ছাদগঞ্জ এলাকার মো. শহীদুলের ছেলে বলে জানান স্থানীয়রা।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানিয়েছেন, আমরা স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এর আগে কাপাসগোলা নবাব হোটেলের পাশে শুক্রবার রাত আটটার দিকে ব্যাটারিচালিত রিকশা করে বেড়াতে যাওয়ার সময় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। তখন রিকশায় থাকা ছয় মাস বয়সী শিশু শেরতাজ ছিল তার মায়ের কোলে। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই শিশুর মাকে উদ্ধার করেন। তবে শেরতাজ পানির তোড়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালালেও তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী দিদারুল আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তারা শিশুটির মরদেহটি চাক্তাই খালের শুকনো অংশে দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে দেয়। ফায়ার সার্ভিস শেরতাজের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অটোরিকশা দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৬ মাসের শিশু নিহত

আপডেট সময় ০১:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে পানির তোড়ে নিখোঁজ হয় শেরতাজ নামে এক শিশু। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহ দুই কিলোমিটার দূরের চাক্তাই খাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ছয় মাস বয়সী ওই শিশুর মরদেহ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। শেরতাজ ছাদগঞ্জ এলাকার মো. শহীদুলের ছেলে বলে জানান স্থানীয়রা।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানিয়েছেন, আমরা স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এর আগে কাপাসগোলা নবাব হোটেলের পাশে শুক্রবার রাত আটটার দিকে ব্যাটারিচালিত রিকশা করে বেড়াতে যাওয়ার সময় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। তখন রিকশায় থাকা ছয় মাস বয়সী শিশু শেরতাজ ছিল তার মায়ের কোলে। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই শিশুর মাকে উদ্ধার করেন। তবে শেরতাজ পানির তোড়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালালেও তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী দিদারুল আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তারা শিশুটির মরদেহটি চাক্তাই খালের শুকনো অংশে দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে দেয়। ফায়ার সার্ভিস শেরতাজের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।