০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

 ‘রাইজ ইন রেড’ কর্মসূচির  আওতায় কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন চলছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

রাজধানীতে পূর্বঘোষিত রাইজ ইন রেড কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শনিবার (১৯ এপ্রিল) পৌনে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা।

এ সময়, আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। কুমিল্লায় হামলা কেন, জবাব চাই, জবাব চাই। কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। নাটকীয় মিটিংয়ের কারণ কি? কারণ কি। এসি রুমের বৈঠক আর নয় আর নয়। পলিটেকনিক এক হও, এক হও। দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

এর আগে পলিটেকনিক শিক্ষার্থীরা গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) কাপনের কাপড় মাথায় বেঁধে মিছিল করে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার সাত রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

 ‘রাইজ ইন রেড’ কর্মসূচির  আওতায় কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন চলছে

আপডেট সময় ০১:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে পূর্বঘোষিত রাইজ ইন রেড কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শনিবার (১৯ এপ্রিল) পৌনে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা।

এ সময়, আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। কুমিল্লায় হামলা কেন, জবাব চাই, জবাব চাই। কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। নাটকীয় মিটিংয়ের কারণ কি? কারণ কি। এসি রুমের বৈঠক আর নয় আর নয়। পলিটেকনিক এক হও, এক হও। দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

এর আগে পলিটেকনিক শিক্ষার্থীরা গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) কাপনের কাপড় মাথায় বেঁধে মিছিল করে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার সাত রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।