ইসলামী আন্দোলনের নেতার হুঁশিয়ারি: নারী সংস্কার কমিশনের প্রস্তাব ইসলাম ও সংস্কৃতির বিরোধী

- আপডেট সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া প্রস্তাবনা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, “এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা নিজেরাই পুড়ে ছাই হয়ে যাবে।” গতকাল রোববার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
ইমতিয়াজ আলম বলেন, “ইসলামসহ সকল ধর্মে পতিতাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ, এবং এর শাস্তি কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে এটি জিনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাব পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ মাত্র, যা শুধু ইসলামই নয়, আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সভ্যতারও পরিপন্থী।”
ইমতিয়াজ আলম সংস্কার কমিশনের প্রস্তাব কঠোর ভাষায় নিন্দা করে সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, “এ প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের জনগণ ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।”