ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

বনানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২৮০ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকরা সোমবার (২১ এপ্রিল) দুপুরে উত্তাল আন্দোলনে নেমেছেন। আন্দোলনরত চালকরা দাবি তুলেছেন গুলশান ও বনানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

দুপুর ২টা ৪৫ মিনিটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা যারাই ছবি বা ভিডিও তুলতে যাচ্ছেন, তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন। ইতোমধ্যে কয়েকজন মোটরসাইকেল আরোহী চালকদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

আরো পড়ুন:  আন্দোলনের ভিডিও বা ছবি তুললেই বনানীতে লাঠিপেটা করছে রিকশাচালকরা

বনানী থানা পুলিশ জানায়, সম্প্রতি গুলশান সোসাইটি ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে সিদ্ধান্ত নেয়। তবে ওই সিদ্ধান্ত মানতে রাজি নন রিকশাচালকরা। ফলে গত কয়েকদিন ধরেই তারা গুলশান ও আশপাশের এলাকায় বিক্ষোভ করছেন।

আজ সকালে সোসাইটির বাসিন্দারা বনানী ও গুলশান সীমান্তবর্তী সড়কে ব্যাটারিচালিত রিকশা আটকে দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চালকরা বনানী ১১ নম্বর রোডে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, “বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”

এদিকে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বনানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ

আপডেট সময় ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকরা সোমবার (২১ এপ্রিল) দুপুরে উত্তাল আন্দোলনে নেমেছেন। আন্দোলনরত চালকরা দাবি তুলেছেন গুলশান ও বনানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

দুপুর ২টা ৪৫ মিনিটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা যারাই ছবি বা ভিডিও তুলতে যাচ্ছেন, তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন। ইতোমধ্যে কয়েকজন মোটরসাইকেল আরোহী চালকদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

আরো পড়ুন:  আন্দোলনের ভিডিও বা ছবি তুললেই বনানীতে লাঠিপেটা করছে রিকশাচালকরা

বনানী থানা পুলিশ জানায়, সম্প্রতি গুলশান সোসাইটি ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে সিদ্ধান্ত নেয়। তবে ওই সিদ্ধান্ত মানতে রাজি নন রিকশাচালকরা। ফলে গত কয়েকদিন ধরেই তারা গুলশান ও আশপাশের এলাকায় বিক্ষোভ করছেন।

আজ সকালে সোসাইটির বাসিন্দারা বনানী ও গুলশান সীমান্তবর্তী সড়কে ব্যাটারিচালিত রিকশা আটকে দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চালকরা বনানী ১১ নম্বর রোডে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, “বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”

এদিকে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।