০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতার ফুল দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদায় উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। 

বুধবার জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বিএনপি নেতা হওয়ার পর আওয়ামী লীগ নেতার কাছ থেকে ফুল গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। দুদিন পর বোদা ফ্রেন্ডস ক্লাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল তাকে ফুল দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ জানান, নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আব্দুল মান্নানকে লিখিত জবাব দিতে হবে।

অন্যদিকে আব্দুল মান্নান বলেন, “আমাকে ফ্রেন্ডস ক্লাবে ফুল দেওয়া হয়েছিল। নোটিশ পেয়েছি, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতার ফুল দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ের বোদায় উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। 

বুধবার জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বিএনপি নেতা হওয়ার পর আওয়ামী লীগ নেতার কাছ থেকে ফুল গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। দুদিন পর বোদা ফ্রেন্ডস ক্লাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল তাকে ফুল দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ জানান, নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আব্দুল মান্নানকে লিখিত জবাব দিতে হবে।

অন্যদিকে আব্দুল মান্নান বলেন, “আমাকে ফ্রেন্ডস ক্লাবে ফুল দেওয়া হয়েছিল। নোটিশ পেয়েছি, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।