দুর্নীতির অভিযোগে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

- আপডেট সময় ০৩:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানায়। এছাড়া দুই উপদেষ্টার সহকারীদের দায়িত্ব থেকে সরানোর জন্য সরকারকে ধন্যবাদ দিয়েছে ফোরাম। বিবৃতিতে বলা হয়, এই দুই উপদেষ্টার সহকারীরা দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার নিয়ে দুর্নীতি করেছেন।
অভিযোগ আছে, মোয়াজ্জেম হোসেন এভাবে প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছেন। একইভাবে স্বাস্থ্য উপদেষ্টার সহকারী তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ফোরাম বলছে, এই দুর্নীতির পেছনে উপদেষ্টাদের সমর্থন ছিল। তাই তাদেরও দায় নিতে হবে। স্বচ্ছতা ফিরিয়ে আনতে উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য জানান। এর আগে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।