শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

- আপডেট সময় ০১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
১০ টাকার লোভ দেখিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম সিরাজুল ইসলাম (৬৫)। ওই শিশুর মা এ ঘটনায় মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দু’জনই সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান।
এদিকে সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবত আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এই সুযোগে প্রায় চার দিন তার মেয়েকে সিরাজুল নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছেন।
শিশুটিকে ঘরে ডেকে নিয়ে শুক্রবার (১৬ মে) দুপুরে ধর্ষণ করেন তিনি। এ সময় ওই শিশুর ছোট বোন ঘটনাটি দেখে ফেলে। পরদিন সে তার মাকে ঘটনা জানিয়ে দেয়। পরে ভুক্তভোগী শিশুটি জানায় সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছেন।
বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতুব্বরদের জানিয়ে কোনো উপায়ান্তর না পেয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় তিনি সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পরে তারা থানায় এসে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।