ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সিরিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

সিরিয়ার ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো জাগিয়েছে।

মঙ্গলবার (২০ মে)  ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে সর্বসম্মতিক্রমে সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস জানান, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সিরিয়ার জনগণকে সহায়তা করা এবং তাদের একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সিরিয়া গড়ে তুলতে সহযোগিতা করা।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে নিজেদের সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

মাত্র এক সপ্তাহের মধ্যে ইইউ’ও এই পথ অনুসরণ করলো। এর আগে ফেব্রুয়ারিতে ইইউ সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বিধিনিষেধ বহাল ছিল। সিরিয়া ও মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

তবে, ইইউ কিছু শর্ত আরোপ করেছে। অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনের উপকরণ, নজরদারি সফটওয়্যার এবং আসাদ শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সিদ্ধান্তে দামেস্কের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন, কারণ এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিরিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

সিরিয়ার ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো জাগিয়েছে।

মঙ্গলবার (২০ মে)  ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে সর্বসম্মতিক্রমে সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস জানান, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সিরিয়ার জনগণকে সহায়তা করা এবং তাদের একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সিরিয়া গড়ে তুলতে সহযোগিতা করা।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে নিজেদের সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

মাত্র এক সপ্তাহের মধ্যে ইইউ’ও এই পথ অনুসরণ করলো। এর আগে ফেব্রুয়ারিতে ইইউ সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বিধিনিষেধ বহাল ছিল। সিরিয়া ও মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

তবে, ইইউ কিছু শর্ত আরোপ করেছে। অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনের উপকরণ, নজরদারি সফটওয়্যার এবং আসাদ শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সিদ্ধান্তে দামেস্কের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন, কারণ এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।