ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৫ জন নিহত, প্রাণ হারালেন দুই সেনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ২৯৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী তিনটি আলাদা অভিযানে নিরাপত্তা বাহিনী ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এই সময় তীব্র গোলাগুলির মধ্যে দুইজন সেনাও প্রাণ হারান।

রোববার (২০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনী আটজন সন্ত্রাসীকে হত্যা করে। এরপর উত্তর ওয়াজিরিস্তানে আরেকটি অভিযানে চারজনকে হত্যা করা হয়। এই অভিযানে গুলিবিনিময়ের সময় শহিদ হন ল্যান্স নায়েক উসমান মোহমান্দ ও সিপাহী ইমরান খান।

তৃতীয় অভিযানটি চালানো হয় দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জাম এলাকায়, যেখানে আরও তিনজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা সক্রিয়ভাবে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সেনাবাহিনীর এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের সাহসী সেনারা দেশের শান্তির জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পুরো জাতি তাদের পাশে আছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৫ জন নিহত, প্রাণ হারালেন দুই সেনা

আপডেট সময় ০৪:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী তিনটি আলাদা অভিযানে নিরাপত্তা বাহিনী ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এই সময় তীব্র গোলাগুলির মধ্যে দুইজন সেনাও প্রাণ হারান।

রোববার (২০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনী আটজন সন্ত্রাসীকে হত্যা করে। এরপর উত্তর ওয়াজিরিস্তানে আরেকটি অভিযানে চারজনকে হত্যা করা হয়। এই অভিযানে গুলিবিনিময়ের সময় শহিদ হন ল্যান্স নায়েক উসমান মোহমান্দ ও সিপাহী ইমরান খান।

তৃতীয় অভিযানটি চালানো হয় দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জাম এলাকায়, যেখানে আরও তিনজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা সক্রিয়ভাবে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সেনাবাহিনীর এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের সাহসী সেনারা দেশের শান্তির জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পুরো জাতি তাদের পাশে আছে।”