শেরপুরে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু

- আপডেট সময় ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
দেড় ঘণ্টার ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় মঙ্গলবার (২০ মে) রাত নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে আজিজুর রহমান আকাশ (৩৮) । তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আর সিএনজি অটোরিকশার চালক এফিলিস হাগিদক (৫২) গজনী এলাকার সহেন সিমসাংর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় মঙ্গলবার রাত নয়টার দিকে ২০-৩০টি বন্যহাতি দল বেঁধে নেমে আসে। এসময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করে। এ সময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।
অপরদিকে রাত সাড়ে দশটার দিকে সিএনজিচালক এফিলিস হাগিদক স্থানীয় আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গজনী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে। এ সময় তিনজন দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেননি। পরে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, দুজনের মৃত্যুর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।