লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা: ভারতকে দায়ী করল ইসলামাবাদ

- আপডেট সময় ০২:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভের এক পর্যায়ে হামলার অভিযোগ উঠেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সরাসরি এ ঘটনার জন্য ভারতকে দায়ী করে বলেছেন, “ভারতীয় সংস্থা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হামলা চালানো হয়েছে।” স্থানীয় পুলিশ ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
রোববার লন্ডনের পাকিস্তান হাইকমিশনের বাইরে একদল বিক্ষোভকারী জাফরান রঙ নিক্ষেপ করে এবং কাঁচ ভেঙে ফেলে।
পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা ভারতীয় পতাকা ও হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে হাইকমিশনের নিরাপত্তা বাহিনীকে উত্তেজিত করেছিল। মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার প্রেস ব্রিফিংয়ে বলেন, “গত দুই মাসে লন্ডনে আমাদের হাইকমিশনে দুবার হামলা হয়েছে।
ভারত তার চরমপন্থীদের ব্যবহার করে আমাদের বিদেশি মিশনগুলোকে টার্গেট করছে।” তিনি কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার প্রসঙ্গ টেনে ভারতের বিরুদ্ধে “আন্তর্জাতিক সন্ত্রাসবাদ” চর্চার অভিযোগ তোলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘটনায় “গভীর উদ্বেগ” প্রকাশ করে একটি স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, “প্রয়োজনে পাকিস্তান যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে তদন্তে সহায়তা করবে।”
ভারতীয় কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান এ হামলার সঙ্গে ভারতীয় সংস্থাগুলোর যোগসাজশের অভিযোগ করছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি “গুরুত্বের সঙ্গে” নিচ্ছে বলে জানিয়েছে। লন্ডন পুলিশের একটি বিশেষ টিম হামলার ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্লেষণ করছে। মানবাধিকার সংগঠনগুলো উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।
গত বছরও ক্যালিফোর্নিয়ায় পাকিস্তান কনস্যুলেটে একই ধরনের হামলা হয়েছিল, যার দায় স্বীকার করেছিল হিন্দুত্ববাদী একটি গ্রুপ। দক্ষিণ এশিয়ার বৈরিতা এখন পশ্চিমা দেশগুলোর মাটিতেও সংঘাতের রূপ নিচ্ছে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন।