ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

গরম ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

আবহাওয়া অফিস সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে। এই সময়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার (২৩ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামীকাল শনিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি জানান, সাগরে ২৭ তারিখ লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবার বৃষ্টিপাত বাড়বে। আপাতত এই কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

গরম ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আপডেট সময় ০৫:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

আবহাওয়া অফিস সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে। এই সময়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার (২৩ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামীকাল শনিবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি জানান, সাগরে ২৭ তারিখ লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবার বৃষ্টিপাত বাড়বে। আপাতত এই কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।