কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, নিহতদের মধ্যে দুই স্কুলছাত্র

- আপডেট সময় ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় সোমবার দুপুরে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্র রয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বরুড়া উপজেলার পয়ালগচ্ছ গ্রামের দুই স্কুলছাত্র ফাহাদ হোসেন (১৩) ও মোহাম্মদ জিহাদ (১৪) মাঠে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে নিহত হয়। তারা স্থানীয় বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। একই সময়ে মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে কৃষিকাজরত অবস্থায় বজ্রপাতে জুয়েল ভূঁইয়া (৩৫) ও নিখীল দেবনাথ (৬০) নিহত হন।
আহত সায়মন (৭) নামের এক শিশুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বরুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হালকা মেঘ থাকা সত্ত্বেও হঠাৎ বজ্রপাতের শব্দ শোনা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
কোরবানপুর গ্রামের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, “দুপুরে কবরস্থানের পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা যান। আমরা তাদের উদ্ধার করে থানায় খবর দিই।”
বাংলাদেশে প্রতিবছর বর্ষা মৌসুমে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।