ফতুল্লায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

- আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১ মে) রাত আটটার দিকে আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো. নান্টু। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুর্বৃত্তরা নান্টুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। তার শরীরে দুটি গুলি বিদ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফতুল্লা মডেল থানার একটি টিম।
ঘটনার প্রত্যক্ষদর্শী, পাগলা বাজার এলাকার ফল ব্যবসায়ী উত্তম বলেন, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম। রাত আটটার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার মালিক নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন। ফল কেনা শেষে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুজন যুবক এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় নান্টু সাহেব তার ব্যবহৃত গাড়িতে উঠে পড়েন এবং গাড়িটি দ্রুত সেখান থেকে ফতুল্লার দিকে চলে যায়। এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি গুলি ব্যবসায়ী নান্টুর শরীরে বিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।