বাড়ি থেকে ডেকে নিয়ে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

- আপডেট সময় ০৫:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সদর উপজেলায় সানা মাঝি (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি শটগান উদ্ধার করা হয়।সদর উপজেলার মাকহাটি তালতলা রাস্তার ওপর থেকে বৃহস্পতিবার (১ মে) রাত দুটার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানা মাঝি (৪২) সদর উপজেলার মাকহাটি গ্রামের মৃত মোহাম্মদ মাঝির ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নিহত সানা মাঝিকে তার বর্তমান বাসস্থান ড্যাগ্রাপাড়া এলাকা থেকে স্বাধীন নামের একটি ছেলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিহতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত নয়টার দিকে মাকোহাটি গ্রামের বাবু মাঝির বাড়িতে ডাকাতি হচ্ছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সানাকে গণপিটুনি দিয়ে মেরে মধ্য মাকোহাটি তালগাছতলা রাস্তার ওপর ফেলে রেখে দুর্বত্তরা চলে যায়।
এ সময় নিহতের শরীরের সঙ্গে তারা একনালা একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ বেঁধে রাখে। স্থানীয়ভাবে জানা যায় মধ্য মাকোহাটি মাঝিবাড়ির বাবু মাঝির পরিবারের সঙ্গে সানা মাঝির পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল।
খবর পেয়ে নিহতকে সেখান হতে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে সানা মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই হবু মাঝি বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মূলত দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে স্বাধীন নামের ছেলে তাকে ডেকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে রাত নয়টা হতে ১০টার মধ্যে সানাকে মারতে এলাকার মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে ঘোষণা দেয়। পরে নিহতের মরদেহ রাস্তার ওপর ফেলে যায়। যুবককে যারা খুন করেছে তারাই তার মরদেহের সঙ্গে অস্ত্র ও কার্তুজ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।