০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫

নারায়ণগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ শুক্রবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১ মে) ঢাকার মাতুয়াইল আশ্রাফ আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম হাবিবুল্লা মিয়া (৩৪)।

র‍্যাব জানায়, শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৩১ মে পূর্ব আড়াইহাজারের সেন্দি এলাকার বাসিন্দা স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে হাবিবুল্লা ও শামীম। এ ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

সেই মামলার আদালতের বিচারিক কার্যক্রম শেষে ৩০ এপ্রিল বিচারক মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। রায়ে দুই-ভাইকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ০৫:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ শুক্রবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১ মে) ঢাকার মাতুয়াইল আশ্রাফ আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম হাবিবুল্লা মিয়া (৩৪)।

র‍্যাব জানায়, শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৩১ মে পূর্ব আড়াইহাজারের সেন্দি এলাকার বাসিন্দা স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে হাবিবুল্লা ও শামীম। এ ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

সেই মামলার আদালতের বিচারিক কার্যক্রম শেষে ৩০ এপ্রিল বিচারক মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। রায়ে দুই-ভাইকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।