রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর নৃশংস হামলা: কাটলো হাতের রগ

- আপডেট সময় ০৫:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
রাজশাহী নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। হামলায় তার ডান হাতের কব্জির রগ কেটে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১২টার দিকে।
আহত হাসান আলী (৪৫) রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাসান নিজ বাসায় অবস্থান করছিলেন।
এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে বাসার বাইরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, “রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে আনা হয়। তার ডান গাল ও হাতে গুরুতর জখম হয়েছে। কব্জির রগ কাটা পড়ায় অবস্থা সংকটাপন্ন। তবে চিকিৎসা চলছে।”
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আহতের পরিবারকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা রাজনৈতিক কারণে এই হামলা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান আলী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত। সম্প্রতি স্থানীয় রাজনীতিতে কিছু উত্তেজনা লক্ষ্য করা গেছে, যা এই হামলার পেছনে কারণ হতে পারে। তবে পুলিশ এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।