গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা, নিহত ৩১

- আপডেট সময় ১২:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর রাতভর বিধ্বংসী হামলায় নিহত হয়েছে ৩১ জন। রাতের অন্ধকারে গাজার আকাশে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের গর্জন থামেনি। লক্ষ্যবস্তু হয়েছে বুরেইজ শরণার্থী শিবির, খান ইউনিসের আবাসিক এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আরও এক হামলায় বুরেইজ ক্যাম্পের আবু জেইনা পরিবারের বাড়িতে আঘাত হানে। নিহত হয়েছেন পাঁচ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।
একই সময়ে, পশ্চিম তীরের জেনিন ও তুলকারেম শরণার্থী শিবিরেও ইসরায়েলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। আল-জাজিরার সাংবাদিকদের বর্ণনায়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, আটক করা হচ্ছে যুবকদের।
গত ১৮ মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় মৃতের সংখ্যা অতিক্রম করেছে ৫২ হাজার। আহত লক্ষাধিক, আর ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
জাতিসংঘের জরুরি সাহায্য সংস্থা সতর্ক করেছে, গাজায় মানবিক সংকট ভয়াবহ পর্যায়। খাদ্য, পানি ও ওষুধের অভাবে জীবনযাপন যেন দুর্বিষহ।
এদিকে এই সংকট নিয়ে আজ বিকাল ৩টায় জাতিসংঘ একটি জরুরি বৈঠক ডেকেছে ।