উড়োজাহাজ চালকের ভুলে বিপত্তি, ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে

- আপডেট সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
বিমান চলাচলে আবারও এক অপ্রত্যাশিত ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যা মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেটি অবতরণ করতে বাধ্য হয়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
ঘটনার সূত্রপাত গত বুধবার (৩০শে এপ্রিল) দুপুরে। জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার জন্য রানওয়ে বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছিল।
এই আন্তর্জাতিক সতর্কবার্তাকে বলা হয় ‘নোটাম’। এই নোটামের মাধ্যমে সকল সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে বিমানবন্দর, আকাশপথ এবং বিমানবন্দরের অবকাঠামোগত যেকোনো ধরনের অস্থায়ী পরিবর্তন সম্পর্কে অবগত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইটের পাইলটকে এই নোটাম সম্পর্কে আগে থেকেই জানানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই নির্দেশনা উপেক্ষা করে তিনি ঢাকার পথে রওনা দেন।
ফ্লাইটটি যখন ঢাকার কাছাকাছি পৌঁছায়, তখন রানওয়ে বন্ধ থাকার কারণে পাইলটের পক্ষে অবতরণ করা সম্ভব হয়নি।
নিরুপায় হয়ে শেষ পর্যন্ত উড়োজাহাজটিকে সিলেট বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। এই অবতরণের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে।
অতীতেও নোটাম অমান্য করার ঘটনা ঘটেছে এবং সেইসব ক্ষেত্রে দায়ী পাইলট বা ককপিট ক্রুদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
বর্তমানে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এর জন্য দায়ী, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে।