ঝিনাইদহে নারী ও শিশু পাচারের চেষ্টাকালে ভারতীয় যুবক আটক

- আপডেট সময় ১২:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে নারী ও শিশু পাচারের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ভারতীয়র নাম শংকর অধিকারী (৩৯)। তিনি ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাগদা থানার পূর্বহুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শংকর অধিকারীকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। সীমান্ত দিয়ে তিনি দুই নারী ও এক শিশুকে ভারতে পাচার করার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। তার কাছ থেকে নগদ ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপী এবং ৭ রিয়েল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়াদের বরাতে বিজিবি জানায়, শংকর অধিকারী ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পাচারের জন্য দুই নারী ও এক শিশুকে সীমান্ত এলাকায় নিয়ে আসেন। সীমান্ত এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত ভিকটিম নারী ও শিশুরা শংকরের আসল উদ্দেশ্য বুঝতে পারেননি।
শংকর অধিকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে জানিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।