হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

- আপডেট সময় ০৫:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
হাওরে ধান কাটার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বাকসার হাওরে মঙ্গলবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। জাকির হোসেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু হয় জামালগঞ্জে। এ সময় কৃষক জাকির হোসেন উপজেলার বাকসার হাওরে নিজের জমির ধান কাটছিলেন।
ধান কাটার সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাওরে নিজের জমির ধান কাটছিলেন জাকির হোসেন নামে এক কৃষক। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।