শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আজ জমা

- আপডেট সময় ০৯:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার জমা দেবে তদন্ত সংস্থা।
এছাড়া, চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত শুক্রবার ফেসবুকে এ তথ্য জানান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু হবে। চানখারপুল হত্যাকাণ্ডে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও এ সপ্তাহে অভিযোগ দাখিল করা হবে।
গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেন। এর আগে, গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দেওয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় বলে অভিযোগ। এতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান। ৫ আগস্ট শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচার শুরু করে।