কম বেতন, মানসিক চাপে জর্জরিত ৯২ শতাংশ নার্স

- আপডেট সময় ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আজকের প্রতিপাদ্য, ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি’।
সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের একটি জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশের ৯২ শতাংশ নার্স মানসিক সমস্যায় ভুগছেন।
আরও দুঃখজনক, ৯৬ শতাংশ নার্স অতিরিক্ত কাজের বোঝা বহন করেও পাচ্ছেন কম বেতন। প্রাতিষ্ঠানিক বৈরিতা, রোগীর স্বজনের দুর্ব্যবহার, আর উপযুক্ত কাজের পরিবেশের অভাব তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।
বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৩ হাজার ১৫১ জন নার্স কাজ করছেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনের মাত্র ৩৩.৭৭ শতাংশ। প্রতিবছর ৩৬ হাজার ২৪০ শিক্ষার্থী নার্সিংয়ে ভর্তি হচ্ছেন, আর গড়ে ১২ হাজার নতুন নার্স পেশায় যুক্ত হচ্ছেন। কিন্তু, ঘাটতির কারণে প্রত্যেক নার্সের ওপর বাড়তি চাপ পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, নার্সদের সংকট কাটাতে দরকার আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, উন্নত প্রশিক্ষণ, আর বেতন কাঠামোর সংস্কার।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোরশেদ বলেছেন, নার্সদের দক্ষতা বাড়াতে নীতিমালাবহির্ভূত প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। সরকারি নিয়োগ বাড়াতে হবে, আর বিদেশে নার্স পাঠানোর জন্য আইনি জটিলতা দূর করতে হবে।