০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

গভীর অবসাদে দেবদাস হয়ে গেছিলাম : আমির খান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বর্তমানে নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। অভিনেতাকে নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে এক সাক্ষাৎকারে প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার উপর যে খারাপ একটা প্রভাব পড়েছিল সে বিষয়ে কথা বলেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একেবারে গুটিয়ে নেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য কাজ করাও বন্ধ করে দেন। পাশাপাশ মদ্যপানে আসক্ত হয়ে গিয়েছিলেন।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, আগে মদ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না। কিন্তু বিচ্ছেদের পর থেকে তিনি একদিনে এক বোতল মদ পান করতেন।

আমির খান বলেন, ‘যখন আমার আর রিনার বিচ্ছেদ হল আমি প্রায় ২-৩ বছর সেই শোকে ডুবে ছিলাম। আমি না কাজ করছিলাম, না স্ক্রিপ্ট পড়ছিলাম। প্রায় দেড় বছর মদ্যপানে আসক্ত ছিলাম। বিচ্ছেদের আগে কখনও মদ্যপান করি না বা মদ ছুঁয়ে পর্যন্ত দেখিনি। কিন্তু বিচ্ছেদের পর বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত।’

অভিনেতার কথায়, ‘যে একেবারেই মদ্যপান করতো না, সে একদিনে এক একটি বোতল মদ খেয়ে ফেলত। আমি দেবদাস হয়ে গেছিলাম। একদম দেবদাস। পুরো নিজেকে শেষ করতে দিতে উঠে পড়ে লেগেছিলাম। আমি দেড় বছর সেটা করেছিলাম। গভীর অবসাদে ডুবে গেছিলাম।’

আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাদের দুই সন্তান হলেন জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৫ সালে এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ১৫ বছর পর ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন মিস্টার পারফেকশনিস্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গভীর অবসাদে দেবদাস হয়ে গেছিলাম : আমির খান

আপডেট সময় ০৪:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : বর্তমানে নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। অভিনেতাকে নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে এক সাক্ষাৎকারে প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার উপর যে খারাপ একটা প্রভাব পড়েছিল সে বিষয়ে কথা বলেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একেবারে গুটিয়ে নেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য কাজ করাও বন্ধ করে দেন। পাশাপাশ মদ্যপানে আসক্ত হয়ে গিয়েছিলেন।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, আগে মদ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না। কিন্তু বিচ্ছেদের পর থেকে তিনি একদিনে এক বোতল মদ পান করতেন।

আমির খান বলেন, ‘যখন আমার আর রিনার বিচ্ছেদ হল আমি প্রায় ২-৩ বছর সেই শোকে ডুবে ছিলাম। আমি না কাজ করছিলাম, না স্ক্রিপ্ট পড়ছিলাম। প্রায় দেড় বছর মদ্যপানে আসক্ত ছিলাম। বিচ্ছেদের আগে কখনও মদ্যপান করি না বা মদ ছুঁয়ে পর্যন্ত দেখিনি। কিন্তু বিচ্ছেদের পর বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত।’

অভিনেতার কথায়, ‘যে একেবারেই মদ্যপান করতো না, সে একদিনে এক একটি বোতল মদ খেয়ে ফেলত। আমি দেবদাস হয়ে গেছিলাম। একদম দেবদাস। পুরো নিজেকে শেষ করতে দিতে উঠে পড়ে লেগেছিলাম। আমি দেড় বছর সেটা করেছিলাম। গভীর অবসাদে ডুবে গেছিলাম।’

আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাদের দুই সন্তান হলেন জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৫ সালে এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ১৫ বছর পর ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন মিস্টার পারফেকশনিস্ট।