ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ১৮২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, এই অভিযানে মামলায় অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত ৯৯৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, অন্যান্য বিভিন্ন ঘটনায় আরও ৮২৫ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সব মিলিয়ে গত এক দিনে সারাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮২১।

এই অভিযানকালে পুলিশ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং একটি কুড়াল।

পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ১৮২১

আপডেট সময় ১২:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানিয়েছেন, এই অভিযানে মামলায় অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত ৯৯৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, অন্যান্য বিভিন্ন ঘটনায় আরও ৮২৫ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সব মিলিয়ে গত এক দিনে সারাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮২১।

এই অভিযানকালে পুলিশ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং একটি কুড়াল।

পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।