সালমা হায়েকের কাছে বয়স শুধু সংখ্যামাত্র

- আপডেট সময় ০৬:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
মডেল অভিনেত্রী সালমা হায়েক বয়স যে শুধুই সংখ্যা, তার যেন এখনও প্রমাণ দিয়ে যাচ্ছেন । মেক্সিকান-আমেরিকান এই তারকা নব্বইয়ের দশক থেকে হলিউড মাতিয়ে চলেছেন। বলা বাহুল্য সারা বিশ্বকে তার গ্ল্যামার ও অভিনয় কাঁপিয়েছে।
এ তো গেল পর্দার গল্প। এই অভিনেত্রী সামাজিক মাধ্যমের যুগে এখনও ঝড় তোলেন। তার ভক্তরা ইনস্টাগ্রামে তাকে দেখে সর্বদা প্রশংসায় মেতে ওঠেন। সব পোশাকেই ফিট, গড়ন ও আবেদনময়ী লুক নিয়েই যেন প্রশংসা।
সালমা হায়েকের বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই। এখনও বিকিনি পরে সাগরপাড় থেকে ছবি তুলে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সদ্যই একটি ম্যাগাজিনে সাঁতার পোশাকে দেখা যায় তাকে; আর তা সাড়াও ফেলেছে ব্যাপক। ষাটের এই নারীর ওপর যে এখনও কুপোকাত তার অর্ধেকর কম বয়সী যুবকেরা, সেটিও বলার বাকি রাখে না।
সম্প্রতি ম্যাগাজিনে আসা সেই ছবি নিয়েই কথা বলেন সালমা হায়েক। তবে জানান, একটা সময় নিজের গড়ন ও রূপ নিয়ে খুব আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন তিনি। খোলামেলা সাঁতার পোশাকে নিজেকে কেমন লাগবে, তা নিয়ে নাকি বেশ সন্দিহান ছিলেন। সাঁতার পোশাক পরতেই চেয়েছিলেন না তিনি। পরে যদিও রাজি হন।
এ নিয়ে সালমা বলেন, সাঁতার পোশাকে রাজি হওয়ার আগে মনে হতো, এসব বিকিনির মতো পোশাকে আমি আঁটব না, আমাকে মানাবে না। আসলে আমার মাপের কিছুই নেই, যার জন্য আমাকে বহুবার ভুগতে হয়েছে।
তথাকথিত মডেলদের মতো চেহারা না হওয়ার কারণেই নাকি আত্মবিশ্বাসের অভাব ছিল তার। এই সুন্দরীর কথায়, তখন আমি প্রতি মাসের ম্যাগাজিনের প্রচ্ছদের মডেলদের দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। তবে আমার কখনো মনে হয়নি, প্রচ্ছদে আমার ছবিও থাকতে পারে। কারণ আমাকে একদমই তাদের মতো দেখতে লাগত না। আমার শরীরের গঠন মডেলদের মতো নয়। তাই প্রচ্ছদে আমার ছবি থাকতে পারে, এমন সম্ভাবনার কথাও ভাবিনি। তবে ৫৮ বছর বয়সে এসে সেটা হচ্ছে। সত্যিই এটা চমক আমার জন্য।