ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

আজ শনিবার খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এজন্য নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেওয়া হয়েছে। সেই ছুটিতে ভারসাম্য আনতে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকছে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অধীন দেশের সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শনিবার চালু থাকবে। একইভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও এদিন যথারীতি চলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

অন্তর্বর্তী সরকার ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এজন্য নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেওয়া হয়েছে। সেই ছুটিতে ভারসাম্য আনতে ঈদের আগের দুই শনিবার (১৭ ও ২৪ মে) ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকছে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অধীন দেশের সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শনিবার চালু থাকবে। একইভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও এদিন যথারীতি চলবে।