ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তান পৌঁছেছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুনরায় শুরু হওয়া পর্বে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে পৌঁছেছেন। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে। সাকিবের ছবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

সাকিবের সঙ্গে একই সময় পাকিস্তানে পৌঁছান শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। এছাড়া অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারও ছিলেন সাকিবের সফরসঙ্গী।

লাহোর কালান্দার্স পেশোয়ার জালমির বিপক্ষে আগামী ১৮ মে মাঠে নামবে। ৯ ম্যাচে ৪ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর। বিপরীতে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের পেশাওয়ার জালমি। প্লে-অফে জায়গা করে নিতে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে পিএসএলের বাকি অংশ থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই লাহোর স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব।

এর আগে ২০১৬ সালে সাকিব আল হাসানের করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় । এরপর ২০১৭ ও ২০২৩ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেন তিনি। পিএসএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচে অংশ নিয়ে তিনি ১৮১ রান ও আট উইকেট শিকার করেছেন।

দীর্ঘদিন পর আবারও পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন লাহোরের জন্য হতে পারে বড় সুবিধা, বিশেষ করে দলের অলরাউন্ড পারফরম্যান্সে ভারসাম্য আনার ক্ষেত্রে।

নিউজটি শেয়ার করুন

লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তান পৌঁছেছেন সাকিব

আপডেট সময় ০১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুনরায় শুরু হওয়া পর্বে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে পৌঁছেছেন। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে। সাকিবের ছবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

সাকিবের সঙ্গে একই সময় পাকিস্তানে পৌঁছান শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। এছাড়া অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারও ছিলেন সাকিবের সফরসঙ্গী।

লাহোর কালান্দার্স পেশোয়ার জালমির বিপক্ষে আগামী ১৮ মে মাঠে নামবে। ৯ ম্যাচে ৪ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর। বিপরীতে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের পেশাওয়ার জালমি। প্লে-অফে জায়গা করে নিতে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে পিএসএলের বাকি অংশ থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই লাহোর স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব।

এর আগে ২০১৬ সালে সাকিব আল হাসানের করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় । এরপর ২০১৭ ও ২০২৩ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেন তিনি। পিএসএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচে অংশ নিয়ে তিনি ১৮১ রান ও আট উইকেট শিকার করেছেন।

দীর্ঘদিন পর আবারও পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন লাহোরের জন্য হতে পারে বড় সুবিধা, বিশেষ করে দলের অলরাউন্ড পারফরম্যান্সে ভারসাম্য আনার ক্ষেত্রে।