ফেসবুক রিঅ্যাক্ট নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন

- আপডেট সময় ০৯:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
শেরপুর প্রতিনিধি: ফেসবুক স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ার জেরে শেরপুরের নালিতাবাড়ীতে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। শনিবার দুপুরে নয়াবিল বাজারের এ ঘটনায় ১৭ বছর আবু নাঈমের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম প্রতিবেশী গ্রামের সবুজ মিয়ার (১৮) একটি ফেসবুক স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এ নিয়ে মেসেঞ্জারে দুজনের তর্কবিতর্ক শুরু হয়। পরে বাজারে মুখোমুখি হলে সবুজ নাঈমের বুকে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় নাঈমকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ছুরিসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
নিহত নাঈম নালিতাবাড়ীর নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের ছেলে ছিলেন। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সামান্য বিষয় নিয়ে এমন হিংসাত্মক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।