আরব আমিরাতের বিরুদ্ধে জয় পেলো টাইগাররা

- আপডেট সময় ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ১৯১ রানের পুঁজি গড়ে তোলার পরই। কারণ টাইগার বোলিংয়ের সামনে ১৯২ রানের লক্ষ্য সহজ ছিলো না আরব আমিরাতের জন্য। শেষ পর্যন্ত সেটাই হলো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আরব আমিরাত টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারের শেষ বলে ১৬৪ রানে অলআউট হলো। ফলে ২ ম্যাচের সিরিজ ২৭ রানের দারুণ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ।
টাইগার হয়ে হাসান মাহমুদ নেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান। এছাড়া এক উইকেট নেন তানভির ইসলাম।
আরব আমিরাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ১৯১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল। ৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান করে ফেলে স্বাগতিকরা।
পরে হাসান মাহমুদ উদ্বোধনী জুটিকে ভেঙে দেন। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান মোহাম্মদ জোহাইব। পরের ওভারেই আলিশান শরাফু মোস্তাফিজের বলে আউট হন মাত্র ১ রান করে।
তৃতীয় উইউকেট জুটি ভালোই চ্যালেঞ্জ জানায়। মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে ৬২ রানের জুটি গড়ে ফেলেন। রানও তুলছিলেন দ্রুত গতিতে। এ সময় তানজিম হাসান সাকিবের বলে আউট হন হাফ সেঞ্চুরি করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি।
রাহুল চোপড়া ২২ বলে করেন ৩৫ রান। আসিফ খানও ঝড় তোলার চেষ্টা করেন। ২১ বল খেলে ৪২ রান করে আউট হন তিনি। নিচের দিকের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি তারা।
এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকটে হারিয়ে সংগ্রহ করে ১৯১ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ১০০ রান করে আউট হন পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়। ১৩ রান করেন জাকের আলি অনিক, ১১ রান করেন লিটন দাস ও ১০ রান করেন তানজিদ তামিম।