ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ধুনটে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে

একটি মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে কুপিয়ে আহত করার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় নাফিজ ফয়সাল আকাশকে (২৫) থানায় সোপর্দ করেছেন তার বাবা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ। আবুল মুনছুর আহম্মেদ পাশা ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

ধুনট থানা থেকে শনিবার (১৭ মে) বিকেল পাঁচটার দিকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতেআটটার দিকে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।

থানা সূত্রে জানা যায়, আকাশ উল্লাপাড়া গ্রামের কলেজ পড়ুয়া এক কৃষকের মেয়েকে উত্ত্যক্ত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় আকাশ গত শুক্রবার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহাঙ্গীরের স্ত্রী আর্জিনাকে কুপিয়ে আহত করেন। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে জাহাঙ্গীরকেও পিটিয়ে আহত করেন তিনি। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশের হাতে আকাশকে তুলে দেওয়া হয়।

আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লেখেন, আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চাকু মারার ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে।

 

নিউজটি শেয়ার করুন

ধুনটে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা

আপডেট সময় ০২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

একটি মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে কুপিয়ে আহত করার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় নাফিজ ফয়সাল আকাশকে (২৫) থানায় সোপর্দ করেছেন তার বাবা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ। আবুল মুনছুর আহম্মেদ পাশা ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

ধুনট থানা থেকে শনিবার (১৭ মে) বিকেল পাঁচটার দিকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতেআটটার দিকে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।

থানা সূত্রে জানা যায়, আকাশ উল্লাপাড়া গ্রামের কলেজ পড়ুয়া এক কৃষকের মেয়েকে উত্ত্যক্ত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় আকাশ গত শুক্রবার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহাঙ্গীরের স্ত্রী আর্জিনাকে কুপিয়ে আহত করেন। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে জাহাঙ্গীরকেও পিটিয়ে আহত করেন তিনি। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশের হাতে আকাশকে তুলে দেওয়া হয়।

আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লেখেন, আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আকাশকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চাকু মারার ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে।