ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে দোকানি হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৬:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

পাওনা টাকা চাওয়ায় দোকানদার রমজান আলী হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান রবিবার (১৮ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নুর আমিন (২৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীর সঙ্গে নুর আমিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করেন নুর আমিন।

এরপর ঘটনার দিন রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড দেন।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে দোকানি হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

পাওনা টাকা চাওয়ায় দোকানদার রমজান আলী হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান রবিবার (১৮ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নুর আমিন (২৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীর সঙ্গে নুর আমিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করেন নুর আমিন।

এরপর ঘটনার দিন রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড দেন।